Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শৈলকুপা হাসপাতালে রোগীদের জন্য কম্বল উপহার দিলেন অ্যাটর্নি জেনারেল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শৈলকুপা হাসপাতালে রোগীদের জন্য কম্বল উপহার দিলেন অ্যাটর্নি জেনারেল

January 14, 2025 09:01:00 PM   উপজেলা প্রতিনিধি
শৈলকুপা হাসপাতালে রোগীদের জন্য কম্বল উপহার দিলেন অ্যাটর্নি জেনারেল

শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য কম্বল উপহার দিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান। তিনি নিজস্ব অর্থায়নে হাসপাতালের রোগীদের জন্য ৭০টি কম্বল প্রদান করেছেন।

৫০ শয্যার এ হাসপাতালে রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। শীতের কষ্ট লাঘব করতে রোগীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেন তিনি।

গত রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চিকিৎসাকালীন সময়ে কম্বল পেয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।