Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / শায়েস্তাগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শায়েস্তাগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

August 31, 2022 10:33:23 AM  
শায়েস্তাগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ সংবাদদাতা:
শায়েস্তাগঞ্জে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ আগষ্ট), শায়েস্তাগঞ্জ, পুরাতন বাজার, নতুনব্রীজ,ও দূর্গাপুর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সড়ক ও জনপথ আইন বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল লতিফ, হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল, মোহাম্মদ ফয়সাল, সার্ভেয়ার মো. আবুল খায়ের, সার্বিক সহযোগিতা, শায়েস্তাগঞ্জ থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ,  এবং স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ সড়ক ও জনপথের সার্ভেয়ার মো. আবুল খায়ের জানান,  শায়েস্তাগঞ্জ, পুরান বাজার, নতুনব্রীজ, ও দুর্গাপুর  বাজারের সরকারি ভূমিতে নির্মিত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালনা করা হয়। স্থাপনা উচ্ছেদ চলাকালে অনেকেই তড়িঘড়ি করে তাদের দোকানের মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেন। আবার কেউ কেউ স্বেচ্ছায় দোকানঘড় অন্যত্র সরিয়ে নেন। এ উচ্ছেদ অভিযানের পর পর-ই শত শত ব্যাবসায়ী বেকার হয়ে পড়েছেন।

স্থানীয় কয়েকজন ব্যাবসায়ী জানান, তাদের পরিবারগুলো দোকানের ব্যবসার উপর নির্ভরশীল ছিল। এখন দোকান উচ্ছেদ হওয়ায় পরিবার নিয়ে তারা বিপাকে পড়েছেন।