
শেরপুর সংবাদদাতা:
শেখ রাসেল দিবস উপলক্ষে শেরপুরে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগীদের মাঝে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা পুরস্কার গ্রহন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার এর কাছ থেকে।
রচনা প্রতিযোগিতায় ক বিভাগে উপজেলা পর্যায়ে ১ম এবং জেলা পর্যায়ে ২য় হয়েছে ঝিনাইগাতি উপজেলার মাইশা মাইদা প্রাপ্তি। তার বয়স ৮ বছর। মাইশা ঝিনাইগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
মাইশা জানায়, পুরস্কারটি পেয়ে সে খুব আনন্দিত। ভবিষ্যতে সে আরও পুরস্কার জিততে চায়।
মাইশার বাবা মকরুল ইসলাম আকন্দ বলেন, পুরস্কারটি পেয়ে আমার মেয়ে খুব খুশি। শেখ রাসেল দিবস উপলক্ষে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।