
শেরপুর প্রতিনিধি:
বিশ্ব নদী দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর পক্ষ থেকে শেরপুর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের কাছে এ স্মরকলিপি প্রদান করেন নব গঠিত ‘গ্রীন ভয়েস’ এর সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমান। এসময় গ্রীন ভয়েসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কাছে শেরপুর জেলার বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে দুষনমুক্তসহ এর রক্ষার করণীয় কার্যক্রম গ্রহনের অনুরোধ করা হলে জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
স্মরকলিপিতে বলা হয়, ‘বাংলাদেশ নদী মাতৃক দেশ। বাংলাদেশের মোট আয়তনের এক তৃতীয়াংশ পানিসম্পদ। নদী মাতৃক বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি, নদ-নদী, খাল-বিল, হাওর-বাওর ও অন্যান্য জলাশয়ের উপর নির্ভরশীল। দেশের অভ্যন্তরে ৪০৫টি নদী ও ৫৭টি আন্তদেশীয় সংযোগনদী রয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও মনুষ্য বিভিন্ন কারণে আমাদের নদ-নদী ও জলাশয় ক্রমেই দূষণের কবলে নিপিত হচ্ছে।
নাব্যতাহীনতা এবং নদী সম্পদের অপব্যবহারের কারণে উল্লেখ সংখ্যক নদী বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। এজন্য বর্তমানে আমাদের নদ-নদী ও জলাশয় রক্ষা করা অপরিহার্য হয়ে পড়েছে।’– মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আলোকে দেশের সর্বত্র দখল-দূষণের শিকার সকল নদ-নদী ও জলাশয়কে সুরক্ষা দেয়া আমাদের সামাজিক দায়িত্ব। গ্রীনভয়েস এই কাজে নিজেদের সম্পৃক্ত করেছে।