Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে কারখানার দেয়াল ধ্বসে শ্রমিক নিহত, আহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে কারখানার দেয়াল ধ্বসে শ্রমিক নিহত, আহত ৩

June 18, 2022 05:20:43 AM  
শ্রীপুরে কারখানার দেয়াল ধ্বসে শ্রমিক নিহত, আহত ৩

শ্রীপুর সংবাদদাতা, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার নয়নপুর এলাকায় জুলফার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ফরিদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কুড়িপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ফরিদ নয়নপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতো।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আবু বকর সিদ্দিক জানান, জুলফার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের নামে কারখানার পেছনের সীমানা প্রাচীরের দেয়ালটি ছিল পুরনো। দেয়ালটি শুধু বালুর উপর রেখে তৈরী করা হয়েছিল। এটা এতই জীর্ণ ছিল যে দেয়ালটিকে বাঁশ দিয়ে আড় বেঁধে রাখা হয়েছিল। ওই দেয়ালটির পাশের সড়কদিয়ে স্থাণীয়রা যাতায়াত করতো।

“শুক্রবার দুপুর দেড়টার দিকে কারখানার দেয়ালের পাশের সড়ক দিয়ে চলাচলরত অবস্থায় জীর্ণ দেয়ালটি পথচারীদের উপর পরে। এতে তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ফরিদের অবস্থা গুরুতর থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফরিদের স্বজন মোশারফ হোসেন বাবুল মুঠোফোনে বলেন, ফরিদকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ বেলাল আহমেদ বলেন, দেয়াল ধ্বসের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধ্বসে যাওয়া ৪০ফুট লম্বা দেয়ালটি মেশিন দিয়ে টুকরো টুকরো করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে আহত বা নিহত কাউকেই পাইনি। তবে স্থানীয়রা জানিয়েছেন ফরিদ নামে এক পথচারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুঁইয়া বলেন, দেয়াল ধ্বসে একজন নিহতের ঘটনা শুনলে তার মরদেহ আমরা পাইনি। শুনেছি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।