Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

June 19, 2022 09:19:53 AM  
শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী নাঈম (১৭) নদীতে সাঁতার কাটতে গিয়ে নিহত হয়েছেন।

ভালুকা উপজেলার ঝালপাজা গ্রামে এ ঘটনা ঘটে। নাঈম ঝালপাজা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

নাঈম উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মোঃ ফারুক মিয়ার একমাত্র ছেলে। নাঈম তার বন্ধু রাতুলেকে (১৬) নিয়ে পাশের উপজেলা খিরু নদীতে ঝালপাজা সেতুর পাশে সাঁতার কাটতে নামেন।

এ সময় রাতুল ওপরে উঠে আসলেও নাঈম পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঈমের চাচা সাংবাদিক আতিক হাসান  বলেন, নাঈম  ছিল আমার ভাইয়ের একমাত্র সন্তান। সে  খুবই মেধাবী শিক্ষার্থী ছিল।