
জাবি সংবাদদাতা:
লিস্ফোমা টিউমার থেকে ক্যান্সার জয় করে সাইক্লিংকে জীবনের নতুন লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. তোজাম্মেল হোসেন মিলন। এবার তিনি অর্জন করেছেন এক অনন্য কৃতিত্ব- বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জের চারটি গন্তব্যে সাইকেল চালিয়ে পৌঁছেছেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষক মিলন তাঁর এই সাফল্যের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে মিলন জানান, চলতি বছরের ১৭ মার্চ শুরু হওয়া ২৫ দিনের অভিযানে সাইকেল চালিয়ে তিনি পৌঁছান তিলিকো লেক, থরংলা পাস, অন্নপূর্ণা সার্কিট এবং অন্নপূর্ণা বেসক্যাম্পে। এই চারটি গন্তব্য সাইকেলে অতিক্রম করে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।
নিজের এই অর্জন প্রিয় কন্যা মানহার নামে উৎসর্গ করে মিলন বলেন, “এটি শুধু আমার নয়, বাংলাদেশের জন্যও একটি নতুন ইতিহাস। হয়তো এখন আমার মেয়ে বুঝবে না, কিন্তু বড় হয়ে বাবার স্বপ্ন ও সংগ্রামের গল্প তার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে মিলন বলেন, “অভিযানের প্রতিটি মুহূর্তই ছিল চরম দুঃসাহসিক। অনেক সংকট ও শারীরিক পরীক্ষার মধ্য দিয়েও এগিয়ে গেছি সবার দোয়া ও ভালোবাসায়।”
ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি জানান, “বিশ্বের বিভিন্ন আলোচিত হাইওয়ে, গিরিপথ ও মালভূমি সাইকেল চালিয়ে অতিক্রম করতে চাই। সেইসঙ্গে এসব অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখারও ইচ্ছে আছে।”
উল্লেখ্য, ২০১৮ সালে মিলন খারদুংলা পাসে পৌঁছে রেকর্ড গড়েছিলেন। সেবার টেকনাফ থেকে লাদাখ পর্যন্ত ৭০ দিনের অভিযাত্রায় তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,৩৮০ ফুট উচ্চতায় পৌঁছান। সাত বছর পর আরও একবার নিজের প্রিয় সাইকেলের মাধ্যমে বিশ্বরেকর্ডে নাম লেখালেন তিনি।