
শরিয়তপুর সখিপুর সরকারকান্দি আশ্রয় কেন্দ্র এলাকায় পঞ্চম শ্রেণির এক শিশুকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় রোববার (২৮ মে) রাতে ওই ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন।
এ ঘটনায় অভিযুক্ত রতন গাজী (৭০) পলাতক রয়েছে।
জানা যায়, অভিযুক্ত রতন গাজী ও ভুক্তভোগী কিশোরী একই এলাকায় বসবাস করার কারণে পূর্ব থেকে উভয়ের মধ্যে পরিচয় ছিল। অভিযুক্ত রতন গাজী প্রায় সময়ই রাস্তাঘাটে ওই কিশোরীকে বিরক্ত করত। গত ১৬ জুন কিশোরী পাশের গ্রাম থেকে সখিপুর সরকার কান্দি আশ্রয় কেন্দ্রে বাড়ীতে ফেরার পথে কৃষি জমিতে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বললে কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যপারে জানতে চাইলে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, উক্ত ঘটনায় মামলা নেওয়া হয়েছে। শনিবার (২৬ জুন) কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শরিয়তপুর হাসপাতালে পাঠানো হয়েছে, মেডিকেল রিপোর্ট হাতে পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।