Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সচিবালয়ে ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ, আটক ৫৩ শিক্ষার্থী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সচিবালয়ে ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ, আটক ৫৩ শিক্ষার্থী

October 23, 2024 06:26:04 PM   অনলাইন ডেস্ক
সচিবালয়ে ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ, আটক ৫৩ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ফলাফল বাতিলের দাবিতে আজ বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে।

দুপুরে শিক্ষার্থীরা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। সেখানে অবিলম্বে ফলাফল বাতিলের দাবিতে তারা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভে প্রায় একশ'র মতো শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অধিকাংশই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে কথা বলে সচিবালয় থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও তারা অবস্থান ধরে রাখে। এরপর পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

কিছু শিক্ষার্থী সেখান থেকে বের হতে সক্ষম হলেও অনেকে সচিবালয়ের বিভিন্ন স্থানে আটকা পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের একত্রিত করে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। সচিবালয়ের নিরাপত্তার জন্য বিকেল সাড়ে তিনটায় সবগুলো গেট বন্ধ করা হয়।

এর আগে গত রবিবার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং বোর্ড চেয়ারম্যানের কক্ষে হামলা চালায়।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। শিক্ষার্থীরা ফলাফল বৈষম্যমূলক দাবি করে 'এইচএসসি ব্যাচ ২০২৪' ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঢাকাসহ ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।