
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সালাম (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চিটাগাংরোড-কাসসাফ মার্কেটের পিছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সালাম পেশায় একজন ভ্যানচালক ও অটো রিক্সার মেকার । সে বন্দরের মোঃ ইমাম হোসেনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) মো.দেবাশীষ কুন্ড বলেন, সকাল ১০টায় কাসসাফ মার্কেটের পিছনে সালাম নামে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।