
পাংশা সংবাদদাতা, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপিতে মাদক ইফটিজিং সন্ত্রাস চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জুলাই) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা মডেল থানার আয়োজনে ও সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথীর হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
ইউপির কয়েকশত জনতার উপস্থিতিতে মাদক ইফটিজিং সন্ত্রাস চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজার শিশির, ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার, শিক্ষক ও জনপ্রতিনিধি সহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথীর বক্তব্যে ওসি মাসুদ বলেন, আমি যোগাযোগ ব্যাবস্থায় বিশ্বাসী। আমার সাথে আপনাদের যোগাযোগ যত বেশি হবে, আপনাদের কাছ থেকে তথ্য পেতে আমার তত সহজ হবে। আপনারা যে কোন অপরাধ মূলোক কর্মকান্ডের সঠিক তথ্য আমাকে দিন। আমি সন্ত্রাসীদের শেকর উপড়ে ফেলবো।