Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সাংবাদিক মিন্টু’র মায়ের মৃত্যুতে কাইনিয়া উপজেলা প্রেসক্লাবের শোক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাংবাদিক মিন্টু’র মায়ের মৃত্যুতে কাইনিয়া উপজেলা প্রেসক্লাবের শোক

April 09, 2025 02:00:36 PM   উপজেলা প্রতিনিধি
সাংবাদিক মিন্টু’র মায়ের মৃত্যুতে কাইনিয়া উপজেলা প্রেসক্লাবের শোক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু’র মা মর্জিনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত সোমবার সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সেদিন বিকেলে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে নিজ বাড়ির উঠানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় মরহুমার আত্মীয়-স্বজন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার পূর্বে মরহুমার বড় ছেলে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমার মা জীবদ্দশায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকেন, তবে আমরা তাঁর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন।"

সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টুর মায়ের মৃত্যুতে উপজেলা প্রেসক্লাব কাউনিয়ার সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।