
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ আলী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় হারুন (৩৪) নামের আরও একজন আহত হন।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী উপজেলার ভাটারা বড়বাড়ী এলাকার মোহাম্মদ দুদু ওরফে গেদা মিয়ার ছেলে। আহত হারুন একই এলাকার মৃত মনোহার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে মোহাম্মদ আলী ও তার ফুপাতো ভাই হারুন মোটরসাইকেলে করে ভাটারা হয়ে দিগপাইত যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত হারুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসময় এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।
নিহতের বন্ধু ইমামুর রশিদ বলেন, ‘আমার ও মোহাম্মদ আলীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তার এমন মৃত্যুতে সত্যিই খুব খারাপ লাগছে।’
নিহতের বড় ভাই সিদ্দিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মুর্শিদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।