
জাকির হোসাইন:
জামালপুরের সরিষাবাড়ীতে ভেজাল মাংস ব্যবসায়ী ও পোল্ট্রি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সবিহীন ও ভেজাল মাংস বিক্রির দায়ে শহিদ নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও লাউসেন্স বিহীন ও গো খাদ্যসহ একই দোকানে মানুষের খাদ্য বিক্রীর দায়ে পোল্টি ব্যবসায়ী সুমননের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্যাট সাদ্দাম হোসেন ভ্রাম্যান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ সুলতান তাঁর সাথে ছিলেন।
জানা যায়, আরামনগর বাজারের উভয় ব্যবসায়ী লাইসেন্স বিহীন এবং মাংস ব্যবসায়ী ভেজাল বাসি মাংস বিক্রির অপরাধে দন্ডিত হয়। অপর দিকে পোল্ট্টি ব্যবসায়ী পোল্ট্রি খাবার ও মানুষের খাবার একই দোকানে বিক্রির দায়ে দন্ড প্রাপ্ত হয়।
এ বিষয়ে দন্ডের সত্যতা স্বীকার করে নির্বাহুী ম্যাজুষ্ট্রাট সাদ্দাম হোসেন বলেন, লাইসেন্স না থাকা ও বাসি ভেজাল মাংস বিক্রির দায়ে সরকারী দণ্ডবিধি অনুসারে শহিদকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স না থাকা ও পোল্ট্রি ও মানুষের খাদ্য একই দোকানে বিক্রির অপরাধে দোকানী সুমনের নিকট হতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রথমবার অপরাধ করার দায়ে তাদের জেল না দিয়ে শুধু জরিমানা আাদায় করা হয়েছে।