Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

June 18, 2022 05:37:40 AM  
সরিষাবাড়ীতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী সংবাদদাতা, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার(১৭ জুন) সকালে শুয়াকৈর দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে শাকিল আহমেদ(১৫) বৃষ্টির মধ্যে মাছ ধরতে যায় শুয়াকৈর বিলে।

বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা রিফাত নামে একটি ছেলে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত শাকিল আহমেদ শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার এ মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম। শিক্ষার্থী শাকিলের মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে এখন শোকের বইছে।