Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়িতে মশার কয়েলের আগুন কেড়ে নিল ২০ গরু-ছাগলের প্রাণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়িতে মশার কয়েলের আগুন কেড়ে নিল ২০ গরু-ছাগলের প্রাণ

September 11, 2022 01:08:51 AM  
সরিষাবাড়িতে মশার কয়েলের আগুন কেড়ে নিল ২০ গরু-ছাগলের প্রাণ

জাকির হোসাইন:
জামালপুরের সরিষাবাড়ীতে আগুনে পুড়ে মারা গেছে ২০টি গরু ও ছাগল। শুক্রবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় আওনা ইউনিয়নের আওনা গ্রামের মজিবুর রহমানের ছেলে কৃষক আশরাফ আলীর বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

ক্ষতিগ্রস্ত কৃষক মুজিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতেও আমরা খেয়ে দেয়ে শুয়ে পড়ি৷ হঠাৎ রাত ২টার সময় ঘুম থেকে জাগ্রত   হলে দেখতে পাই আমার ঘরের পাশে অবস্থিত গোয়াল ঘরে হঠাৎ একটা শব্দ পাই৷ গিয়ে দেখি সেখানে  আগুন লেগেছে৷ এমন সময় আমি কি করবো তা ভেবে না পেয়ে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সহায়তা করে৷ প্রায় সাড়ে তিন ঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে গোয়াল ঘরে প্রবেশ করে দেখি আমার গরু ও ছাগলগুলো আর নেই৷ সব পুড়ে ছাই হয়ে গেছে৷এমন সময় আহত অবস্থায় একটি ছাগল কে উদ্ধার করতে সক্ষম হই৷ ভিতরে প্রবেশ করার পর আমিও কিছুটা অগ্নিদগ্ধ হই৷

মজিবুর রহমানের স্ত্রী শ্যামলা বেগম বলেন, আমাদের সারা জীবনের ইনকামের টাকা দিয়ে ১২ টি গরু ও ৮টি ছাগল কিনেছিলাম৷ পাশাপাশি এক বছরে উৎপাদিত ফসলও ওই ঘরেই রেখেছিলাম৷ কিন্তু ভাগ্যের করুন ইতিহাস আমাদের এমন এক পরিস্থিতিতে ফেলে দিল যেখানে আমরা আমাদের সর্বস্য হারালাম৷ আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য কামনা করছি৷

স্থানীয় বাসিন্দা আলহাজ্ব বলেন, আমরা রাত দুটোর সময় হঠাৎ চিৎকার করার শব্দ পেলে তাড়াতাড়ি ছুটে যাই। গিয়ে দেখি আশরাফ আলীর গোয়ালে আগুন লেগেছে৷ পরে আমরা পানি দিয়ে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনি৷ এমন সময় আশরাফ মিয়া গোয়ালে প্রবেশ করতে গিয়ে অগ্নিদগ্ধ হন৷ আমরা গোয়ালে প্রবেশ করে দেখি বারোটি গরু-ছাগলই পুড়ে ছাই হয়ে যায়৷

৭নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানাব।