Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

August 17, 2022 02:46:28 AM  
সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

জাকির হোসেন,  সরিষাবাড়ী: 
জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হিমু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হিমু সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর হেলেঞ্চাবাড়ী গ্রামের হুরমুজ আলীর মেয়ে।আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে তার নিজ গ্রাম চর হেলেঞ্চাবাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে এ ঘটনাটি ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৬আগস্ট) দুপুর ১২ টার সময় কামরাবাদ ইউনিয়নের চর হেলেঞ্চাবাড়ী গ্রামে কয়েকজনের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় হিমু।নিখোঁজ হওয়ার প্রায় ২০ মিনিট পর নিখোঁজ সংবাদ পেয়ে স্থানীয়রা হিমুকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুন নাঈম তাকে মৃত ঘোষনা করেন। নিহত হিমু মোনালিসা কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার বাবা হুরমুজ ঢাকায় একটি মালিকানা কোম্পানীতে চাকুরি করেন। হুরমুজ আলীর ৩সন্তানের পিতা। শিশুটির মৃত্যুতে নিহতের বাড়িসহ চর হেলেঞ্চাবাড়ী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নাইম জানায়, হাসপাতালে আসার পুর্বেই শিশুটি মারা যায়।