Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সরিষাবাড়ীতে বাবা ও সৎ-মায়ের উপর অভিমানে কিশোরের আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে বাবা ও সৎ-মায়ের উপর অভিমানে কিশোরের আত্মহত্যা

June 07, 2022 03:29:09 AM   নিজস্ব প্রতিনিধি
সরিষাবাড়ীতে বাবা ও সৎ-মায়ের উপর অভিমানে কিশোরের আত্মহত্যা

 সরিষাবাড়ী সংবাদদাতা:

জামালপুরের সরিষাবাড়ীতেসরিষাবাড়ী সংবাদদাতা  বাবা ও সৎ-মায়ের উপর অভিমানে বিষ পান করে জয় (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার (৬ জুন) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জয় পাটাবুগা গ্রামের পলিথিন ব্যবসায়ী সুজল মিয়ার ছেলে। সে পাটাবুগা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। প্রেমের ঘটনায় যুক্ত থাকায় বাবা-মায়ের সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে চলে গিয়ে গত ৫দিন যাবত অন্যের বাড়িতে আশ্রয় নেন। ইতিমধ্যে পরিবারের উপর অভিমান করে ঘুমের ট্যাবলেট ও ওয়াসিং পাউডার খান।

পরবর্তীতে পুনরাই সোমবার সকালে আবার বাবা ও মায়ের উপর রাগ-অভিমান করে কীটনাশক বিষ পান করেন। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে জয়কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে জামালপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ-বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া সরকার বলেন, ঐ এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম বাবা-মায়ের উপর রাগ করে ছেলেটি বিষ পান করেছেন। লাশটি এখনও জামালপুর হাসপাতালে রয়েছে। বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।