
আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক আবু তামিম সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের মুরব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জমাদান শেষে মো. আবু তামিম সিদ্দিকী বলেন, ‘আশা করি ভোটাররা যোগ্য নেতৃত্বকে বেছে নেবেন। ১৫নং ওয়ার্ডবাসী আমার পরিবারের মতো। আমি নির্বাচিত হলে যে কোনো সমস্যায় ওয়ার্ডবাসীর পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবো