Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় আইএফআইসি ব্যাংকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় আইএফআইসি ব্যাংকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

March 25, 2025 07:51:48 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় আইএফআইসি ব্যাংকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আইএফআইসি ব্যাংক (পিএলসি) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে সালথা সদর বাজারের হারেজ সুপার মার্কেটে অবস্থিত আইএফআইসি ব্যাংকের সালথা বাজার উপশাখায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের সালথা বাজার উপশাখার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় সাহার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা এনজিওর সালথা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, ডাচ্ বাংলা ব্যাংকের উজ্জ্বল বিশ্বাস, কর্মসংস্থান ব্যাংকের সালথা শাখার অফিসার সঞ্জয় কুমার ব্রহ্মচারী, বিআরডিবির হিসাব রক্ষণ কর্মকর্তা শিশির কুমার ভৌমিক প্রমুখ। এছাড়াও সালথা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আইএফআইসি ব্যাংকের সালথা বাজার উপশাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার শুভ গোলদার।

দোয়া মাহফিলে দেশ, জাতি, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার এবং সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষভাবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জিন্নাতুল ইসলাম।