Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় পানিতে ডুবে দেড় বছ‌রের শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় পানিতে ডুবে দেড় বছ‌রের শিশুর মৃত্যু

August 29, 2023 06:13:04 PM   দেশজুড়ে ডেস্ক
সালথায় পানিতে ডুবে দেড় বছ‌রের শিশুর মৃত্যু

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে মোছা: হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ব‌লে খবর পাওয়া গে‌ছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১০টার দি‌কে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে মর্মা‌ন্তিক এই ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের মো. জাহাঙ্গীর মৃধার মেয়ে। ‌দেড় বছ‌রের হাফসা পা‌নি‌তে ডু‌বে মারা যাওয়া এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পারিবারিক কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল হাফসা। খেলার একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা হেনা বেগম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই রায়হান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং তার পরিবার সেটা গ্রহণ করেন। এ ব্যাপারে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।