
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সালথা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধাসংসদ, উপজেলা আওয়ামী লীগ, ও তার সহযোগি সংগঠন, উপজেলা কৃষকলীগ, সালথা প্রেসক্লাব সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমূখ। ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।