Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় ২৫‌ মার্চ গণহত‌্যা দিব‌সে আ‌লোচনা সভা ও মোমবা‌তি প্রজ্জ্বলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় ২৫‌ মার্চ গণহত‌্যা দিব‌সে আ‌লোচনা সভা ও মোমবা‌তি প্রজ্জ্বলন

March 25, 2023 09:31:56 PM   দেশজুড়ে ডেস্ক
সালথায় ২৫‌ মার্চ গণহত‌্যা দিব‌সে আ‌লোচনা সভা ও মোমবা‌তি প্রজ্জ্বলন

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফরিদপুরের সালথায় ২৫ মার্চ গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে শনিবার (২৫ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সন্ধ্যায় উপজেলা প‌রিষদ চত্ব‌রে অব‌স্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে আলোক প্রজ্জ্বলন করা হয়।

আ‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শোক স্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’ ও গণহত‌্যা দিবস নি‌য়ে আ‌লোচনা ক‌রেন। সেই সা‌থে গভীর বেদনায় শ্রদ্ধার সা‌থে স্মরণ ক‌রেন, অপা‌রেশন সার্চলাই‌টে হামলার শিকার নিরীহ শহীদ আর মু‌ক্তি সংগ্রামে আত্মদানকারী সকল বীর মু‌ক্তিযোদ্ধাদের।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জীব রায়, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শেখ সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ প্রমূখ। আ‌লোচনা সভা‌টি সঞ্চালনা ক‌রেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শে‌ষে উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে অব‌স্থিত শহীদ মিনা‌রে আলোক প্রজ্জ্বলন করা হয়। আ‌লোক প্রজ্জ্বল‌নে জা‌তি, ধর্ম, বর্ণ, নি‌র্বি‌শে‌ষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ ক‌রেন।