Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ মাধবপুরের শাহজীবাজার রেল স্টেশনটি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ মাধবপুরের শাহজীবাজার রেল স্টেশনটি!

May 15, 2023 08:00:14 PM   উপজেলা প্রতিনিধি
সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ মাধবপুরের শাহজীবাজার রেল স্টেশনটি!

লিটন পাঠান:
সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ ব্রিটিশ আমলে তৈরি মাধবপুরের শাহজীবাজার রেল স্টেশনটি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন পাহারের পাদদেশে মনোরম পরিবেশে অবস্থিত এই রেল স্টেশনটির প্লাটফর্ম আরো বড় করার এবং সকল ট্রেনের টিকেট পাওয়ার দাবি দীর্ঘদিনের। তবে সরকারি সংশ্লিষ্ট দপ্তর উদ্যোগ না নেওয়ায় প্রায় বন্ধের পথে রয়েছে প্রায় দুইশ’ বছরের পুরনো এই স্টেশনটি।

জানা যায়, স্টেশনটির পাশেই শায়িত আছেন ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী এবং মুরুব্বী হযরত শাহ সোলেমান ফতেহ গাজী বাগদাদী (র)। প্রতিবছর ১৪, ১৫, ১৬ ডিসেম্বর ওরস মোবারক উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা মাজার শরীফ জিয়ারতে আসেন এবং ওরস মোবারক এ শরিক হন। সিলেট-আখাউড়া রেল সেকশনের এই শাহজীবাজার রেল স্টেশন থেকে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাত্রীরা ট্রেনের মাধ্যমে যাতায়াত করে আসছে। হবিগঞ্জ জেলার মধ্যে শিল্পনগরী এলাকা হল শাহজিবাজার এলাকা। এখানে শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বশিউক রাবার বাগান, শাহজীবাজার গ্যাসফিল্ড, স্কয়ার কোম্পানি, স্টার সিরামিক ইন্ডাস্ট্রি, চারু সিরামিক ইন্ডাস্ট্রি, নিরোলেক পেইন্ট কোম্পানি, মেঘনা, বাদশা ডেনিম কোম্পানি, সিলিকেট কোম্পানিসহ প্রায় ২০ থেকে ৩০ টি ইন্ড্রাস্ট্রি রয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন এনং ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নসহ আশে-পাশের জনসাধারণ শাহজীবাজার রেল স্টেশন থেকে রেলপথে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগের মানুষজন উল্লেখিত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকুরী করার সুবাদে বেশিরভাগ সময়ই তাদের ট্রেনে যাতায়াত করতে হয়। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষজন এখানে এসে তাদের জীবন জীবিকার তাগিদে কোম্পানি গুলোতে চাকুরী করেন। তাই সবার সুবিধার জন্য কালনী এবং পাহাড়িকা যেন শাহজীবাজার রেল স্টেশনে দাঁড়ায় সেই ব্যবস্থা করার দাবী জানিয়েছিল এলাকাবাসী। তাই সর্বসাধারণের সুবিধার জন্য এই রেল স্টেশন যাতে বন্ধ না করা হয় এবং এই শাহজীবাজার রেল স্টেশনটিকে আরো বড় প্লাটফর্ম এবং সকল ট্রেনের টিকেট পাওয়া যায় সেই ব্যবস্থা করার দাবিও জানান এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, স্টেশন সংস্কারের দাবি নিয়ে (১৮-০৮-২০২২) বৃহস্পতিবার সকাল ০৯ ঘটিকায় ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে মানববন্ধন করার কথা ছিল। খবর নিয়ে জানা যায় রেল মন্ত্রণালয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে বৃহস্পতিবারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছিল। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শাহজীবাজার এলাকার কৃতি সন্তান মোঃ ফারুকুজ্জামান এর নির্দেশে বৃহস্পতিবার (১৮-০৮-২০২২) সকালে বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল বিভাগের প্রধান প্রকৌশলী সহ কয়েকজন ইঞ্জিনিয়ার শাহজীবাজার রেল স্টেশনে এসে পরিদর্শন করেছিলেন। শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউসে বসে প্রাথমিক পর্যায়ে সিগন্যাল সংস্কারের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পর্যায়ক্রমে শাহজীবাজার রেল স্টেশনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছিলেন উর্ধতন কর্মকর্তারা। কিন্তু এরকম আশ্বাস দেওয়ার পরেও কোন ধরনের কাজ করা হয়নি উল্টো সেই ঐতিহ্যবাহী বৃটিশ আমলের তৈরি শাহজীবাজার রেল স্টেশনটি। যা শাহজীবাজার বাসীদের গর্বের স্থাপনা সেই শাহজীবাজার রেল স্টেশনটি স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে বলে দুঃখ প্রকাশ ও ক্ষোভ জানিয়েছেন অনেকে।

সরেজমিনে ও স্থানয়েদের সাথে কথা বলে আরও জানা যায়, ইতোমধ্যে শাহজীবাজার রেল ষ্টেশনটি বন্ধ করে দেওয়া পথে কোন ট্রেনের টিকিট পাওয়া যায় না। এমনকি স্টেশন মাষ্টার ও নেই। স্টেশন মাষ্টারের পরিবর্তে এক লোক দায়িত্ব পালন করছেন। স্টেশন মাষ্টার ও পর্যাপ্ত টিকিট এবং আন্তঃ নগর ট্রেন দাঁড়ানোসহ বড় পরিসরে ফ্লাটর্ফ্ম তৈরির বিভিন্ন দাবীতে এলাকাবাসীরা মানববন্ধনের উদ্যোগ নিলেও অনেকেই অনেক ধরনের আশ্বাস দিয়ে দিনের পর দিন পার করছেন তারা।

এদিকে শাহজীবাজার রেল ষ্টেশনটি কেন বন্ধ করার পথে? তা খতিয়ে দেখে পুনরায় সংস্করণসহ জরুরি পদক্ষেপ নেওয়া জন্য, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র নিকট দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দা,  ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন ও সচেতন মহল।