Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংসদ ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংসদ ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মানববন্ধন

August 07, 2024 08:25:40 PM   অনলাইন ডেস্ক
সংসদ ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মানববন্ধন

 

বাংলাদেশের ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে সংসদ ভবনের সামনে মানববন্ধন করতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরকে।

বুধবার সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সংগঠনের ব্যানার হাতে অবস্থান নেয় তারা।

বিবিসি বাংলার সংবাদদাতা ঘটনাস্থলে দেখতে পান, খিলাফত স্লোগানে কমলা রঙের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের সামনে অবস্থান নেয় হিযবুত তাহরীরের কিছু কর্মী। শেখ হাসিনা সরকারের পতনে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

কিছুক্ষণ পরই তাদের সেখান থেকে সরে যেতে দেখা যায়।

-বিবিসি বাংলা