
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহের লক্ষ্যে সাদিপুর ইউনিয়ন আঃলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাদিপুর ইউনিয়নের নয়াপুর সম্মেলন মাঠে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড. ইকবাল হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জাতীয় পরিষদের সদস্য মো. জাকির হোসেন ও অপর সদস্য এড. মো. সাইদুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জাতীয় পরিষদের সদস্য মো. জাকির হোসেন ও অপর সদস্য এড. মো. সাইদুর রহমান।
এ সময় সাদিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা মাসুমের সার্বিক তত্বাবধানে আয়োজিত কর্মী সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি সোহাগ রনি, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সাদিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা ও অত্র ইউনিয়নের ৪ ওয়ার্ড মেম্বার মো রমজান আলী প্রধান, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল, মো. নয়ন ভূঁইয়া সহ সোনারগাঁও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ শত শত নেতা-কর্মী।