Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাভারে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাভারে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

June 24, 2022 04:39:31 AM  
সাভারে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

দাউদুল ইসলাম নয়ন, ঢাকা উত্তর প্রতিনিধি:
সাভারে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। বৃহস্পতিবার সাভার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এর র‌্যালির করা হয়। র‌্যালিটি সকাল ১১টায় সাভারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের আওয়ামী লীগ ১৯৪৯ সালের‌ ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যে রাজনৈতিক যাত্রা শুরু করে । এরপর অসম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকার ঘটাতে এর নাম করণ করা হয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাংলা অর্থ বাংলাদেশ গণসংঘ। বর্তমানে এই রাজনীতিক দল গণতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন দল।