
মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে সনাতন ধর্মালম্বীদের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রথযাত্রা গত শুক্রবার শুরু হয়ে গতকাল শনিবার উল্টো টানের মধ্য দিয়ে শেষ হয় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। বিকাল ৫.৩০ মিনিটে প্রতিমা রথে উঠিয়ে উল্টো টান শুরু করা হয়। অনেক দূর দুরান্ত থেকে হাজারো ভক্তরা এই রথ টানের জন্য রথে আসে। এক থেকে ৭টি টান মধ্য দিয়ে উল্টো রথযাত্রা শেষ করা হয়। রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে পাট, চটপটি, পেয়াজো, মিষ্টি, ইত্যাদি বাহারী রকমের দোকান বসেছে।