Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / সুদের টাকা দিতে না পারায় দিনমজুরকে নির্যাতন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুদের টাকা দিতে না পারায় দিনমজুরকে নির্যাতন

August 29, 2022 09:37:40 AM  
সুদের টাকা দিতে না পারায় দিনমজুরকে নির্যাতন

গাবতলী (বগুড়া) সংবাদদাতা: 
গাবতলীতে সুদের টাকা না পেয়ে বিড়ির আগুনে ছেঁকা দিয়ে দিনমজুর লিটন মণ্ডল (৩৮) নামের একব্যক্তিকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর ওই দিনমজুর এখন আশংঙ্কাজনক অবস্থায় গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত জবেদালী মন্ডলের ছেলে লিটন মন্ডল একই গ্রামের দাদন ব্যবসায়ী সাহিনের কাছ থেকে গত ৫ মাস আগে ১০ হাজার টাকা নেয়। বিনিময়ে প্রতিদিন ৫শ’ টাকা করে লাভ দিতে হয়। এভাবে ৪ মাস লাভ দিয়ে আসলেও গত একমাস আর টাকা দিতে পারেনি।

এতে ক্ষিপ্ত হয়ে উঠে সুদারু সাহিন। এরই এক পর্যায়ে গত ২৬ আগষ্ট রাতে সুদারু সাহিনের ফার্নিচারের দোকানের সামনে দিয়ে যাবার সময় লিটন মণ্ডলকে আটকে রেখে সুদারু সাহিন ও তার দুই সহযোগী আ. সালাম ও সাগর লোহার রড দিয়ে বেদমভাবে মারপিট করে। এরপর দিনমজুর লিটনের শরীরের পেছনে বিভিন্নস্থানে বিড়ির আগুনে ছেঁকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

খবর পেয়ে মডেল থানার এএসআই শাহ আলম ঘটনাস্থলে গিয়ে লিটনকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।