Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সুন্দরগঞ্জে ছাত্র শিহাব হত্যার রহস্য উৎঘাটন, গ্রেফতার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুন্দরগঞ্জে ছাত্র শিহাব হত্যার রহস্য উৎঘাটন, গ্রেফতার ৩

July 21, 2022 05:34:19 AM  
সুন্দরগঞ্জে ছাত্র শিহাব হত্যার রহস্য উৎঘাটন, গ্রেফতার ৩

ভ্রাম্যমাণ সংবাদদাতা, গাইবান্ধা:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্র শাহরিয়ার রহমান শিহাব(১৫) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সংবাদ সম্মলনে জানান,পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণের আশায় ঈদের দুই সপ্তাহ আগে সুমন, জিনা ও বাদশা তিন বন্ধু পূর্ব বেলকা গ্রামের আনিছুর রহমানের ছেলে শাহরিয়ার রহমান শিহাবকে অপহরণের পরিকল্পনা করেন। সে মোতাবেক গত ১৪ জুলাই রাত ৯টার দিকে শিহাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা। পরে মুক্তিপণের পরিকল্পনা ব্যর্থ হলে মোটরসাইকেলে করে তিন বন্ধু শিহাবকে তুলে নিয়ে যায় ধুবনি এলাকার তিস্তা নদীর লাল চামার খেয়াঘাটে। সেখানে শিহাবকে বস্তাবন্দি করে তিনবন্ধু পানিতে চুবিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন। ঘটনার পরদিন গত ১৫ জুলাই নিহত শিহাবের মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। এরপর ১৬ জুলাই অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আতাউর রহমান।

এরআগে গত মঙ্গলবার রাতে হত্যার সাথে সরাসরি জড়িত তিন কিশোরকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে হত্যাকারি তিন কিশোর। ২০ জুলাই বুধবার বিকালে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে নেয়া হবে।