Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার, ঝুঁকিতে পথচারী ও যানবাহন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার, ঝুঁকিতে পথচারী ও যানবাহন

April 21, 2025 07:38:02 PM   অনলাইন ডেস্ক
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার, ঝুঁকিতে পথচারী ও যানবাহন

গাড়ি চলছে, পথচারীরাও চলাচল করছেন, আর ঠিক মাঝখানেই মৃত্যুফাঁদের মতো দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি। এমন ভয়ঙ্কর দৃশ্য মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চন্ডিবর মন্দির মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে। তিনটি বিদ্যুতের খুঁটি রাস্তার একেবারে মাঝ বরাবর কিংবা পাশে দাঁড়িয়ে আছে, যেখানে চলছে সড়ক সংস্কারের কাজ।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান খুঁটি সরানোর কোনো ব্যবস্থা না করেই কাজ চালিয়ে যাচ্ছে। রাস্তার দুই-তিন ফুট ভিতরে খুঁটি থাকায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, পথচারীদেরও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাফেরা করতে হচ্ছে।

ছোট উদাস গ্রামের বাসিন্দা মো. পিয়াস বলেন, “রাস্তার মাঝখানে খুঁটি রেখে কাজ মানে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। প্রতিদিন ভয়ে চলাচল করি। বড় দুর্ঘটনা না ঘটলে হয়তো কেউ নড়বে না।”

আলম নামের এক ব্যক্তি বলেন, “ঠিকাদার, এলজিইডি সবাইকে বলেছি। বারবার বলা হলেও শুধু গড়িমসি করা হচ্ছে। কবে সরানো হবে—সে উত্তর কেউ দিতে পারে না।”

স্থানীয় গৃহবধূ রহিমা জানান, “খুঁটিগুলো রেখে রাস্তা বানানোয় চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। কোনোদিন যদি দুর্ঘটনা ঘটে, তখনই হয়তো নজর দেবে সবাই। এখনই ব্যবস্থা নেওয়া দরকার।”

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্ত্তী বলেন, “বিষয়টি আমরা জানি। খুঁটি সরানোর জন্য অর্থ পল্লী বিদ্যুৎ সমিতিকে দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সাড়া দেয়নি।”

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা দ্রুত খুঁটি সরিয়ে সড়কটিকে নিরাপদ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।