
ঝালকাঠি সংবাদদাতা:
সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল ঈমন চৌধুরীর ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। কিন্তু হঠাৎ করেই ঝালকাঠি পৌর শহরের ব্রাক মোড়ের সেই আলোচিত হোটেলটি বন্ধ হয়ে গেছে। পৌর শহরের ব্যস্ততম ব্রাক মোড়ে অবস্থিত হোটেলটিতে প্রায় সর্বক্ষণ ভিড় লেগেই থাকত। ক্যামেরা হাতে নিয়মিত হাজির হতেন বিভিন্ন ভ্লগার ও সাংবাদিক। তবে এবার দোকানটির ঝাঁপ নামিয়ে দিলেন পরিচালক নিজেই।
হোটেলের পরিচালক ঈমন চৌধুরী জানান, “হোটেলটির নাম ‘হাউন আঙ্কেল’ রাখার কারণে ভাইরাল হয়ে যায়। খুব ভালো চলছিল হোটেলটি। কিন্তু আপনারা জানেন কি না জানি না, আমি আগে ঠিকাদারি কাজ করতাম। এখন আবার সেই পুরনো পেশায় ফিরে যাওয়ায় হোটেলটি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। একটি ভাতের হোটেল পরিচালনায় অনেক সময় দিতে হয়, যা বর্তমানে আমার পক্ষে সম্ভব নয়। কর্মচারী দিয়ে চালিয়ে লাভ নেই, সব মিলিয়ে আমি হোটেলটি বন্ধ করে দিয়েছি।”
ঈমন চৌধুরী ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা। হার্ডওয়্যার দোকানের পাশাপাশি তিনি আগে ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তার ঠিকাদারি ও ব্যবসার অবস্থা খারাপ হয়ে পড়ায় এই হোটেল ব্যবসার সূচনা করেন তিনি।
স্থানীয়রা জানান, ‘হাউন আঙ্কেল’ নামের কারণে হোটেলটি চালু হওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ঝালকাঠি ছাড়াও আশপাশের জেলা থেকেও অনেকেই কেবল নাম শুনেই ছুটে আসতেন এই ভাতের হোটেলে। কিন্তু বর্তমানে সেই হোটেলটি বন্ধ হয়ে গেছে।