Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ

January 11, 2025 07:20:00 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তারা মিয়া, সাইদুল ও তাদের লোকজনের বিরুদ্ধে। এতে শাহাজ উদ্দিন ও আবুল হোসেন নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায়। গত বৃহস্পতিবার বিকেলে শাহাজ উদ্দিন মোটরসাইকেল চালিয়ে দইখাওয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। অভিযুক্ত তারা মিয়া, সাইদুল ও তাদের সহযোগীরা তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

শাহাজ উদ্দিনকে বাঁচাতে তার ভাগিনা আবুল হোসেন এগিয়ে এলে সাইদুল ছুরি দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শাহাজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া ১৩ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো তারা মিয়া (৪৮), সাইদুল হোসেন (৩৩), ময়নাল হোসেন (৪৮), আতিকুল ইসলাম (২০), আমিনুল ইসলাম পাগলা (৪৫), লিমন হোসেন বাবু (২৭)।

এ ঘটনায় ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে শাহাজ উদ্দিন ও সাইদুলের মধ্যে বিরোধ চলছিল। এর আগে, গত ২৭ ডিসেম্বর শাহাজ উদ্দিনকে মারধর করে তার পকেটে থাকা ব্যবসার ১,৭৬,৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়।

অভিযুক্ত ময়নাল হোসেনের মেয়ে দাবি করেন, "আমার ফুপাতো ভাই সাইদুল একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। শাহাজ উদ্দিন মোটরসাইকেল ইচ্ছাকৃতভাবে তার গায়ে লাগিয়ে দেয়। রেগে গিয়ে সে মারধর করে। পরে শাহাজ উদ্দিন তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়।"

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, "এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"