Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় বিদেশি পিস্তলসহ যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

May 06, 2023 06:26:50 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ৩৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওদাবাস এলাকায় একটি বাড়িতে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাইফুর রহমান (৩০) নামে এক যুকবকে আটক করে তার সাথে থাকা  মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার কৃতক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ মোট ৪টি মাদক মামলা রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত আসামী সাইফুর রহমান হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার আব্দুল গফুর এর ছেলে। তাহার বিরুদ্ধে ১। সিএমপি চট্রগ্রাম এর বাকলিয়া থানার মামলা নং ৩০, তারিখ- ২৩/১১/২০২১ ইং, জিআর ৫৬৪/২১ (বাকলিয়া), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(খ)/৩৮, ২। হাতীবান্ধা থানার মামলা নং ১২, তারিখ- ১০/০৮/২০২১ ইং, জিআর ২১২/২১ (হাতী), ধারা- ১৪৩/৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩/ ৩০৭/১৮৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, রাতে সাইফুর রহমান গ্রেফতার করা হয় এবং আজ শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।