Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধা সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক আহত

April 16, 2025 08:16:19 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধা সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক আহত

পাটগ্রাম সংবাদদাতা:
লমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ সিংগীমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১৬ এপ্রিল বুধবার আনুমানিক ১২টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ৮৯৪/৬-এস এর নিকট ভারতের ফুলবাড়ী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার মধ্য সিংগীমারী গ্রামের জাহিদুর ইসলামের ছেলে হাসিনুর রহমান (২৫) সীমান্ত অতিক্রম করে চোরাচালানের উদ্দেশ্যে আনুমানিক ২৫ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে একটি রাউন্ড গুলি ছোড়ে।

পরবর্তীতে বিজিবি টহল দল বিএসএফ টহল দলের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ-এর গোয়েন্দা শাখা (INT) বিজিবির টহল দলকে জানায় যে, বিএসএফ কর্তৃক একটি ছড়াগুলি ফায়ার করা হয়েছে এবং আহত বাংলাদেশি যুবককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অভ্যন্তরে নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।