Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / হবিগঞ্জে শিশু তিশা হত্যার ২৪ দিনের মাথায় রহস্য উন্মোচন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হবিগঞ্জে শিশু তিশা হত্যার ২৪ দিনের মাথায় রহস্য উন্মোচন

February 06, 2023 03:16:14 AM   দেশজুড়ে ডেস্ক
হবিগঞ্জে শিশু তিশা হত্যার ২৪ দিনের মাথায় রহস্য উন্মোচন

মাধবপুর সংবাদদাতা, হবিগঞ্জ:
হবিগঞ্জের শহর তলী ছোট বহুলা গ্রামে স্কুল ছাত্রী তিশা বেগম (৯) হত্যা মামলার রহস্য উন্মোচন হয়েছে। সেই সাথে ঘাতক আদালতে স্বীকারোাক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘটনার ২৪ দিন পর হবিগঞ্জ সদর থানার পুলিশ এ রহস্য উন্মোচন করেছে। গত শনিবার বিকেলে ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের পুত্র সিরাজুল ইসলাম আব্দাল (১৮) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

ঘাতকের বরাত দিয়ে এস আই মমিনুল ইসলাম জানান, ১০ জানুয়ারি সকালে নিহত তিশা বাড়ির পাশে খেলছিল। এ সময় সিরাজুল ইসলামের ক্রিকেট বল তিশার মাথায় পড়ে এতে তিশা সিরাজকে গালি গালাজ করে। এক পর্যায়ে সিরাজ হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনা স্থলেই মারা যায় বিষয়টি বুঝতে পেরে সিরাজ পালিয়ে যায়।

এ ঘটনায় তিশার মা বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তি ও স্থানীয় তদন্তে জানা যায়, সিরাজই তাকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজা খুজি করে ও কললিষ্টের সূত্র ধরে গত শুক্রবার রাতে এসআই মমিনুল ইসলাম পিপিএম ও মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাও প্রেমপুর গ্রাম থেকে সিরাজুলকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হত্যার রহস্য উন্মোচন হয়েছে অচিরেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।