Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / হবিগঞ্জে মিনি ট্রাকের ধাক্কায় প্রাবাসীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হবিগঞ্জে মিনি ট্রাকের ধাক্কায় প্রাবাসীর মৃত্যু

July 08, 2022 05:59:10 AM  
হবিগঞ্জে মিনি ট্রাকের ধাক্কায় প্রাবাসীর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শরীফ উদ্দিন রোড ও সুটকি ব্রিজের মাঝামাঝি  ভাঙ্গা ব্রিজ এলাকায় এক মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মানিক মিয়া (৫৫)নামের এক প্রবাসী ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

নিহত ব্যাক্তি বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়নের জাতুকর্নপাড় মাইজের মহল্লার মৃত ছমদ উল্লার পুত্র। জানাযায়,৭জুলাই দুপুরে প্রবাসী মানিক মিয়া বাড়ী থেকে তার নাম্বার বিহীন মোটরসাইকেলযোগে সুটকী ব্রিজের পাশে তার ছেলের মাছ ধরা দেখতে যাচ্ছিলেন।

এ সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী মিনি টাটা (ডিআই) একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান মানিক মিয়া(৫৫)। এসময় ঘাতক গাড়ী ও অজ্ঞাত ড্রাইভার পালিয়ে যায়।

খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হুসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এছাড়াও ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করতে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন।

এসময় সড়কে যানজটের সৃষ্টি হলে সড়কের যান চলাচল স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসেন বলেও জানান।