Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / হেযবুত তওহীদ বগুড়া জেলা কমিটির নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেযবুত তওহীদ বগুড়া জেলা কমিটির নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

July 10, 2024 05:07:14 PM   জেলা প্রতিনিধি
হেযবুত তওহীদ বগুড়া জেলা কমিটির নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

রায়হানুল ইসলাম, বগুড়া:
হেযবুত তওহীদ বগুড়া জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সালজার রহমান সাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সম্প্রতি সালজার রহমান সাবু সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় গাবতলি উপজেলার দূর্গাহাটায় দলীয় কার্যালয়ে ৯ জুলাই বিকালে তাকে শুভেচ্ছা জানাতে একত্রিত হন স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাবতলি উপজেলা হেযবুত তওহীদের সভাপতি ডাঃ শরিফুল আলম টিপু এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম। সভার শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভাপতির নতুন দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে সবাই তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নবনির্বাচিত সভাপতি সালজার রহমান সাবু সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম নুর, রেজাউল করিম, সাজেদুর রহমান সাজু, সোহেল রানা, আবুল কালাম, আবু বক্কর সিদ্দিক, আবু সাঈদ প্রমুখ।

উল্লেখ্য, সালজার রহমান সাবু দীর্ঘদিন ধরে হেযবুত তওহীদের সাথে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী এবং কার্যকরী ভূমিকা পালন করবে বলে সকলেই আশা প্রকাশ করেন।

নতুন সভাপতির নেতৃত্বে সংগঠন আরও সমৃদ্ধ হবে এবং সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজগুলো আরও ফলপ্রসূ হবে বলে সকলে আশা প্রকাশ করেন।