Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / হরিনাকুণ্ডুতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হরিনাকুণ্ডুতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

August 06, 2022 06:40:40 AM  
হরিনাকুণ্ডুতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

হরিণাকুণ্ডু সংবাদদাতা, ঝিনাইদহ:
হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলেক্ষে শুক্রবার শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, বৃক্ষ রোপণ, চারা বিতরণ, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু পৌরস মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।