Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হিলিতে কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ নেতাকর্মীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হিলিতে কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ নেতাকর্মীরা

May 06, 2023 06:25:29 PM   উপজেলা প্রতিনিধি
হিলিতে কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ নেতাকর্মীরা

হিলি (দিনাজপুর)  প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে  এক অসহায় কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিলেন হাকিমপুর উপজেলা ও পৌর কৃষকলীগের  নেতাকর্মীরা।

শনিবার সকালে ১০ টায় হাকিমপুর পৌর সভার ছোটডাঙ্গা এলাকায় হাকিমপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মহসিন মন্ডলের এর নেতৃত্বে সকল নেতাকর্মীরা স্থানীয় বর্গা চাষী কৃষক জাহিদুল  ইসলামের তারা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।

হাকিমপুরা পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম  বলেন, মোবাইলের মাধ্যমে খবর পাই পৌর এলাকার এক কৃষক অর্থ অভাবে ধান কাটতে পারছে না। এমন খবর পেয়ে আমরা ধান কাটার উদ্যোগ নেই। পারর্তীতে ওই কৃষকের ধান কেটে এবং ঢোলাই করে বাড়িতে পৌছে দেয়া হয়েছে।

দেশরত্ন শেখ হাসিনার নিদের্শে এবং কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এই ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে।