
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ-আল-মামুন। এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, আবু বাক্কার সিদ্দিক, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, আবুল হাসিম সবুজ, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খাঁন, আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল হক দায়েনতাজ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রানা প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।