
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়ছেন তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। নির্বাচনী প্রচারণায় মঙ্গলবার দুপুর ২টায় সাভার শিমুল তলায় নির্বাচনী প্রাধান অফিস উদ্বোধন করেন তিনি। দীর্ঘ ১০ বছর পর তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ সাভারের মাটিতে পদার্পণ করায় হাজার হাজার নেতা কর্মী উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে সাভারের শিমুলতলায় অংশগ্রহণ করেন এবং ফুলের শুভেচ্ছা জানান।
ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ বলেন, আমি চেয়েছি গ্রীন সাভার এবং ক্লিন সভার। এই আশা পূরণ করতে আবার আমি এসেছি আমার নিজ মাটিতে। আপনারা আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিবেন। আমি চাই সাভারের মাটি হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, অপরাজনীতি মুক্ত, আমি চাই সাভারের যত জনগণ আছে সবাই আমার ভালবাসার মানুষ। আমি তাদের ভালোবাসা চাই বিগত দিনে আমি ঢাকা-১৯ আসনের এমপি ছিলাম। আবারো আমি আপনাদের দোরগোড়ায় এসেছি আপনাদের সেবা করতে।
সাভার আশুলিয়া একটি শ্রমিক অধ্যুষিত এলাকা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, রানা প্লাজা ট্রাজেডি কিভাবে জড়িত আমি। আপনাদের কাছে জানতে চাই আমি কি রানা প্লাজার মালিক, বিল্ডিং আর্কিটেট, আমি কি বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, আমি কি জায়গার মালিক, কোন কারণে আমাকে রানা প্লাজা দশের দোষারোপ করা হয়, আমি আপনাদের কাছে জানতে চাই।
এদিকে ১০ বছর পর মুরাদ জং সাভারের মাটিতে এসে নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হন। তালুকদার তৌহিদ জং মুরাদ একজন রাজনৈতিক পরিবারের সন্তান পিতা প্রয়াত তালুকদার মোহাম্মদ আনোয়ার জং। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাভার ও আশুলিয়া হতে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।