Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১ টাকা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১ টাকা

November 05, 2024 07:11:41 PM   অনলাইন ডেস্ক
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১ টাকা

টানা চারবার বৃদ্ধির পর অবশেষে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমলো। নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) কারওয়ান বাজারে বিইআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানান তিনি।

এর আগে গত চার মাসে লাগাতার এলপিজির দাম বৃদ্ধি পেয়েছিল। গত ২ অক্টোবর অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে দাম যথাক্রমে ৪৪, ১১ এবং ৩ টাকা বৃদ্ধি পেয়েছিল।

এছাড়া, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।