
আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর, কুষ্টিয়া:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন শ্রেণির ছাত্রীদের নিপীড়নের অভিযোগে দপ্তরি ওবায়দুল ইসলাম খোকনকে আটক করছে দৌলতপুর থানা পুলিশ।
জানা যায়, খোকন প্রায় দশ বছর যাবৎ এই বিদ্যালয়ে চাকুরী করছে। প্রতি বছর কোন না কোন ছাত্রীর সাথে সে খারাপ কিছু ঘটায়। স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা হাতে পায়ে ধরে মিমাংসা করে দেয়। আবার গত বৃহস্পতিবার বার পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। স্কুলছাত্রী বিষয়টা তার পিতা-মাতা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জানালে ঠিক আগের মতই বিদ্যালয় বসে সমাধানের চেষ্টা করে। আমরা এলাকাবাসী যৌন নিপীড়নের ঘটনায় এই ধরনের সমাধান চাই না। তাই আইনের কাছে আমরা বিষয়টি তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা-মাতা জানান, হঠাৎ বৃহস্পতিবার স্কুল থেকে গিয়ে আমার সন্তান আমাকে বলছে যে আমি আর ওই বিদ্যালয়ে যাব না। কেমন যাবে না এমন প্রশ্নের উত্তরে আমার সন্তান জানান বোন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় আমিও ঐ স্কুলে যাব না। বিষয়টি আমরা স্কুল কর্তৃপক্ষ জানায় এবং আমরা আইনি সহযোগিতা চাচ্ছি। বিষয়টি তদন্ত করে সঠিক বিচার দাবি করছি খোকনের।
দপ্তরী খোকন জানায়, আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন জানান, পূর্বে এই ধরনের ঘটনা ৫ বার ঘটেছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, স্কুল ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনায় খোকন নামে এক দপ্তরীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।