Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ‘নিজের ঘরে মাদক নির্মূল করলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘নিজের ঘরে মাদক নির্মূল করলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব’

July 08, 2022 05:35:44 AM  
‘নিজের ঘরে মাদক নির্মূল করলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব’

হাসিবুল ও মোস্তফা, পাটগ্রাম:
পাটগ্রামে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাটগ্রামের বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে কর্মশলার সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (অতিরিক্ত) মহাপরিচালক মোঃ আজিজুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, রংপুর বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (অতিরিক্ত) পরিচালক মোঃ আলী আসলাম হোসেন, পিবিজিএমএসজি অধিনায়ক (ভারপ্রাপ্ত) তিস্তা ব্যাটলিয়ন-২, ৬১ বিজিবির মেজর নুর উদ্দিন খান, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পুর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপুসহ অনেকে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোতাহার হোসেন এমপি বলেন, সবাইকে নিজের ঘরকে মাদকমুক্ত করতে হবে। দেশ ও জাতির কল্যাণে মাদক নির্মূলে এক হয়ে কাজ করলেই কেবল মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।