Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধামরাইয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধামরাইয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন

April 05, 2025 08:56:48 PM   জেলা প্রতিনিধি
ধামরাইয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন

ধামরাই প্রতিনিধি: 
ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে ঢাকার ধামরাইয়ে। গত ৩ এপ্রিল উপজেলার সূর্য তরুণ ক্লাব খাগাইল এর উদ্যোগে গ্রামীণ ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এতে  গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। যার মধ্যে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে  রশি টান খেলাটি সকলে ব্যাপক আনন্দের সাথে উপভোগ করে।  এছাড়াও বস্তাদৌড়, চেয়ার সিটিং, পিলু পাস, ১৬০০মিটার দৌড়, গণিতের যাদু, প্রবীণদের জন্য পাতিল ভাঙ্গা খেলাও ছিল উপভোগ্য। 
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রীড়ানুষ্ঠান চলে। ক্রীড়ানুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকাবাসীকে প্রানবন্ত করে তোলে। 
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এলাকাবাসী। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ দিনভর এ অনুষ্ঠানটি উপভোগ করে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান আর্কাইভের সহ-সম্পাদক ড. মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক খালেদ হায়দার সুজন, কিশোরগঞ্জ জেলার সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাহাব উদ্দিন ও ধামরাই উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদুর রহমান। 
অনষ্ঠানসিঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার আমিনুর, ইঞ্জিনিয়ার জাহিদ ও জুলহাস উদ্দিন (শিক্ষক)। দিন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির হাতে পুরস্কার তুলে দেন সূর্য তরুণ ক্লাব খাগাইলের সভাপতি, সেক্রেটারি ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন এলাকাবাসীর মাঝে। একই সাথে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি জননেতা  আলহাজ্ব তমিজ উদ্দিন ও  ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জন নেতা সামসুল ইসলামের ঈদের শুভেচ্ছাও পৌঁছে দেন এলাকাবাসীর মাঝে। বিএনপি নেতা মাসুদ বলেন, আগামী নির্বাচনে তমিজ ভাইয়ের পক্ষে আমরা কাজ করব। তিনি আরও বলেন, খাগাইল গ্রামটি ঢাকা জেলার মধ্যে একটা আদর্শ গ্রাম। অনেক আলোকিত মানুষের জন্ম এ গ্রামে। গ্রামের মানুষকে নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে ঈদের অনন্দ যে সত্যিকারের আনন্দ হয়ে উঠেছে। সবাই আনন্দ ভাগাভাগী করতে পেরেছে।