Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ১৩ হাফেজ ছাত্রের মাঝে সনদ বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় ১৩ হাফেজ ছাত্রের মাঝে সনদ বিতরণ

January 30, 2023 02:08:50 AM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় ১৩ হাফেজ ছাত্রের মাঝে সনদ বিতরণ

কাউনিয়া প্রতিনিধি, রংপুর 
কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ১৩ জন হাফেজ ছাত্রের দস্তারবন্দী ও সনদ বিতরণ উপলক্ষে বদরীন সম্মেলন এবং ওয়াজ মাহফিল গত শনিবার রাতে রেল স্টেশন মাঠে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বদরীন সম্মেলন ও ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য পেশ করেন মোহতামীম শালবন রহমানিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসা জয়পুরহাট হাফেজ হযরত মাওলানা মোঃ শামীম ওছমানী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন খতিব কেন্দ্রীয় জামে মসজিদ ফুলবাড়িয়া মোমেনশাহী হযরত মাওলানা মুফতি মোঃ মাহামুদুল হাসান।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান।আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সাওয়ার আলম মুকুল, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোঃ সাইফুল, কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, সাধারন সম্পাদক ও কাউনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, মোহতামীম আলহাজ্ব আব্দুল কুদ্দুস প্রমুখ।

প্রধান বক্তা মাওলানা মোঃ শামীম ওছমানীসহ মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ মাদ্রাসা থেকে পুর্ণাঙ্গ হাফেজ হওয়ায় ১৩ জন ছাত্রকে পাগরী পরিয়ে দস্তারবন্দী ও সনদ প্রদান করেন।