Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরা সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরা সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

January 30, 2023 02:05:45 AM   দেশজুড়ে ডেস্ক
মাগুরা সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মাগুরা প্রতিনিধি:
মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও মাদ্রাসার ছাত্রসহ তিনজন আহত হয়েছে। রবিবার সকালে মহম্মদপুর উপজেলার মালদ্বীপ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহত মাদরাসা ছাত্র রাকিবুল (১২) বলেন, মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপির মালদ্বীপ বাজার মেড়ে তারা বাইসাইকেলে মোড় ঘুরতে গেলে মোটরসাইকেলটি তাদের সাইকেলে ধাক্কা দিয়ে গাছের সাথে লাগে। এসময় মাগুরা নাজির আহম্মেদ ডিগ্রী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ও মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির পরমেশ্বরপুর গ্রামের কিবির শেখের ছোট ছেলে শামীম আহম্মদ (২১) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত্যু ঘোষণা করেন।

জানা যায়, শামীম পরীক্ষা দেওয়ার জন্য পরমেশ্বরপুর থেকে মাগুরা যাচ্ছিলো। শামীমের সাথে থাকা তার বন্ধুর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। রাকিবুলের সাথে থাকা বিনোদপুর ইউপির বাথুয়াডাঙ্গা গ্রামের মাসুদের পুত্র অপর মাদরাসা ছাত্র সজিব (১২) কে আশংঙ্কাজনক অবস্থায় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব একই ইউপির নারানপুর গ্রামের জিল্লু শেখের পুত্র।

রাকিবুল আরো জানায়, তারা দুজন নারানপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র, মাদরাসার ওয়াজ মাহফিলের জন্য 
অর্থ আদায়ের কাজে তারা গ্রামে বের হয়েছিলো।