রায়হানুল ইসলাম, বগুড়া:
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বাজারে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধি মোসাম্মৎ চম্পা বেগমকে হেনস্থা ও অশোভন আচরণের মামলায় আসামি রফিকুল ইসলামের এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ আগস্ট বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের দুর্গাহাটা বাজারে পত্রিকা বিক্রি করতে গেলে রফিকুল ইসলাম (৫৫) নামের ওই দোকানদার নারী বিক্রেতা চম্পা বেগমকে বিভিন্নভাবে হেনস্থা ও অশালীন আচরণ করেন।
চম্পা বেগমের অভিযোগ, রফিকুল ইসলাম পত্রিকাটিকে ‘ইহুদি-খ্রিস্টানদের পত্রিকা’ বলে কটূক্তি করে অপমানজনক মন্তব্য করেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার পনিরপাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র এবং অতীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির গাবতলী শাখার সভাপতি ছিলেন।
ঘটনার পর ভুক্তভোগী চম্পা বেগম গাবতলী আমলি আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২৫) আদালত আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।
এ রায়ে ভুক্তভোগী চম্পা বেগম ন্যায়বিচার পাওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।