Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় সহকারি ভূমি কর্মকর্তার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় সহকারি ভূমি কর্মকর্তার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

January 30, 2023 02:27:18 AM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় সহকারি ভূমি কর্মকর্তার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

ভ্রাম্যমান সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তা ইমাম হোসেন পাটওয়ারীর বদলির আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে রহিমানগর বাজারে ভূমি অফিসের সম্মুখে ইউনিয়ন বাসীর আয়োজন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়ন বাসীর পক্ষে ইউপি সদস্য জহির মোল্লা, সহিদুল ইসলা খাজা ও আব্দুর মমিনসহ অন্যান্যরা বক্তব্যে বলেন, ইমাম হোসেন একজন ভাল মানুষ। তাকে দিয়ে কেউ অনিয়ম দুর্নীতির কাজ করাতে পারেনি। একটি ভুমিদস্যু মহলের অবৈধ সম্পত্তি খারিজ করে না দেয়ায় তাদের ইন্দনে ইমাম হোসেনের বদলির আদেশ জারি হয়। অবিলম্বে এ বদলির আদেশ প্রত্যাহার করে জনগনের সঠিক সেবার স্বার্থে তাকে দায়িত্বে বহাল রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান তারা।